Class Tech

ক্লাশটেক বিডির যাত্রা, স্বপ্ন ও শিক্ষা ভাবনা

ক্লাশটেক বিডির যাত্রা শুরু হয় ২০২২ সালের শুরুর দিকে কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বপ্নবাজ শিক্ষার্থীর হাত ধরে। দেশের গ্রামীন ও দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে আধুনিক শিক্ষা সুবিধা পাওয়ার কথা মাথায় রেখে ক্লাশটেক বিডির কার্যক্রম পরিচালিত হচ্ছে । বাংলাদেশ সরকার আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সবার শিক্ষাক্ষেত্র আধুনিকায়ন এবং সকলের জন্যে আধুনিক শিক্ষাসেবা উন্মুক্ত করার কাজে এগিয়ে আসতে হবে।
আর তাই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে দেশের প্রতিটা কোনায় ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছি আমরা। আমাদের দেশে এখনো শিক্ষা ক্ষেত্রে উন্নত বিশ্বের মতো শতভাগ আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগেনি। অন্যদিকে যেখানে প্রযুক্তির ছোঁয়া আছে সেখানে অর্থের প্রয়োজন।অর্থের বিনিময়ে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে কোর্স কিনে পড়াশোনা করতে হয় শিক্ষার্থীদের। এ দুটি বিষয় ই গ্রামীন বা অর্থসংকটে থাকা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত করছে। এবং এরই মাধ্যমে আধুনিক শিক্ষার নামে শিক্ষা বৈষম্য তৈরি হচ্ছে আমাদের সমাজে। এই বৈষম্য কমিয়ে আনতে ও অর্থসংকটে থাকা শিক্ষার্থীদের বিনামূল্যে আধুনিক শিক্ষার সুবিধা দিতেই ক্লাশটেক বিডির যাত্রা। আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভিন্ন শ্রেণীর  বিষয়ভিত্তিক এপস্ এবং এনিমেটেড ভিডিও তৈরির মাধ্যমে শিক্ষাকে আরো সহজ ও প্রাণবন্ত করা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ব্যবহীত বিভিন্ন বিষয়ের স্ট্যাডি ম্যাটারিয়াল তৈরির কাজও চলমান রয়েছে। এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ও চাকরির প্রস্তুতির বিভিন্ন কোর্স ধাপে ধাপে শিক্ষার্থীদের জন্য নিয়া আসার পরিকল্পনা রয়েছে।

আমাদের এই পথচলায় যদি আধুনিক শিক্ষা সুবিধা বঞ্চিত   এবং অর্থের অভাবে কোচিং বা প্রাইভেট ক্লাসে যেতে না পারা একজন শিক্ষার্থীও উপকৃত হন, এতেই আমাদের স্বার্থকতা।

 

প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষা হোক সবার জন্য উন্মুক্ত, বৈষম্যহীন ও বিনামূল্য।